বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | ০২-৮৩১৭২০৯ |

সাভারে মরা গরুর মাংস বিক্রির প্রস্তুতি, ৪ জনের কারাদণ্ড

সাভারে মরা গরুর মাংস বিক্রির প্রস্তুতি, ৪ জনের কারাদণ্ড

সাভারে মরা গরু জবাই করে মাংস বিক্রির প্রস্তুতির সময় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে প্রত্যেককে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৬ জুলাই) দুপুরে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ সাজা দেন।

এর আগে সকালে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্তরা হলেন- পিকআপ ভ্যানচালক রুবেল হোসেন (৩৫), কসাই ফজলুক হক (৪৫) চালকের সহযোগী আসলাম (৩৫) ও গরু ব্যবসায়ী আবু তাহের (৩৫)।

স্থানীরা জানান, শনিবার (২৫ জুলাই) রাতে পাটুরিয়ার এক ব্যবসায়ী কয়েকটি গরু পিকআপ ভ্যানে করে নিয়ে বিক্রির উদ্দেশ্যে রওনা দেন। ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে পৌঁছলে এর মধ্যে একটি গরু মারা যায়। পরে স্থানীয় মাংস বিক্রেতা ফজলুলের সহযোগিতায় ভোরে মৃত গরুটি জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নেয় সাজাপ্রাপ্তরা। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মাংস বিক্রেতা ফজলুলসহ ওই চারজনকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের স্বীকারোক্তী অনুযায়ী রুবেলকে ১৫ দিন, আসলামকে ৭ দিন, ফজলুলকে ৩ দিন ও তাহেরকে ৩ দিন করে কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • আলোচিত
  • নির্বাচিত
আরও ...
অনুষ্ঠানাদি
  • কেন্দ্রীয় অনুষ্ঠানাদি
  • মাঠ প্রশাসনের অনুষ্ঠানাদি
প্রশাসন বার্তা ম্যাপ
অনুসন্ধান
প্রশাসন বার্তা আর্কাইভ
অনুসন্ধান করুন