বৈশ্বিক বিশ্বের করোনা দুর্গতিতে থমকে গেছে আমার স্বদেশ। থেমে গেছে জনপদ। লম্বা হচ্ছে মৃত্যুর সারি। স্মৃতির জাবর কেটে এই দুঃখ ঘুচানো যাবে না। সাবধানে থাকুন, ঘরে থাকুন–এই বাক্য বাস্তবায়নে নিজেকে সুরক্ষিত করুন। স্বপ্নের সোনার বাঙলা আবার হাসবে, সূর্যের দীপাবলীতে রাঙিত হয়ে উৎসব ও মেলা জমবে। ঐতিহ্যের লন্ঠন হাতে কুপিবাতির প্রদীপ জ্বালিয়ে দাঁড়িয়ে আছেন আমার গরিয়সী মা। বর্ণচোরার মত চুপসে থাকা সাজে না। সত্যিই আমরা ভুলে গেছি সৃষ্টিকে ধারণ করার মত রূপ পরিগ্রহ। ছোঁয়াছে ভয়ানক করোনা নির্মূলে হাসিমুখে অবিরত লেগে আছেন স্বাস্থ্যকর্মীরা। মৃত্যু ঝুঁকি জেনেও পিপিই পরিধানে ছুটছেন। তাঁদের দেখে করোনা আসছে এমন অশোভনীয় বাক্য পরিহার করে ভালবাসার হাত বাড়ান। তাঁরা আমার ভাই ও বোন। ক্রান্তিকাল ঘোচাতে তাঁদের ভূমিকা অপরিসীম। তারা যুদ্ধক্ষেত্রের যোদ্ধা। স্যালুট ডাক্তার, নার্স, আয়া, পরিচ্ছন্ন কর্মী ও স্বাস্থ্য পরিবার।এই যুদ্ধে আমরা জিতবোই। করোনা দুর্গতি দমানের প্রাণপন প্রচেষ্টায় ঘরে থাকুন। আপনি সুরক্ষিত থেকে দেশকে সুরক্ষা করুন। আইনশৃঙ্খলা বাহনীর সাথে একাত্ম হয়ে পথ চলুন। ত্রাণ সামগ্রী যথাযথভাবে পৌঁছিয়ে হত দরিদ্র গোষ্ঠীকে রক্ষা করুন। তাদের ত্রাণ চুরি করে গলায় দন্ডাদেশ থেকে বিরত থাকুন। প্রধানমন্ত্রীর কথা–দলের লেবাস লাগালেও পার পাবেন না। আমরা মাথা তুলে দাঁড়াতে চাই। আমরা গড়বো অনাগত সন্তানদের জন্য নিরাপদ বাংলাদেশ।