জেলা প্রশাসন শরীয়তপুরের উদ্যোগে গত ২৩/০৪/২০২১ তারিখ থেকে শুরু হয়ে প্রতিদিনের মত আজ ০৫/০৫/২০২১ তারিখ বিকেল ৫ঃ৩০টায় একটানা ১৩তম দিনের মত শরীয়তপুর শহরের কালেক্টরেট স্কুলের সামনে শ্রমজীবী (দিনমজুর, রিক্সাচালক, ভ্যানচালক) মানুষের মাঝে নিজেদের তৈরি খাবার (১২০ প্যাকেট) বিতরণ করা হয়। সেই সাথে জেলা প্রশাসন শরীয়তপুর কর্তৃক প্রস্তুতকৃত ধুয়ে ব্যবহারযোগ্য কাপড়ের মাস্ক (১২০ পিছ) বিতরণ করা হয়।
‘শৈশব’ ও ‘তারুণ্য’ নামে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় খাবারগুলো বিতরণ করে জেলা প্রশাসন। এই ধারা কোভিড কালীন সময়ে সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এছাড়া ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।