বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামাল হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. কামাল হোসেনকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সচিব হিসেবে পদোন্নাতি দিয়ে তাকে মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার ) বিভাগে বদলি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমানের বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় গত ৬ মার্চ থেকে অবসরোত্তর ছুটিতে যান। এরপর থেকে পদটি শূন্য হয়।