বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | ০২-৮৩১৭২০৯ |

সিএমএইচে আনা হচ্ছে ঝিকরগাছার আহত এসিল্যান্ডকে

সিএমএইচে আনা হচ্ছে ঝিকরগাছার আহত এসিল্যান্ডকে
নাজিব হাসান

মোটরসাইকেলের আঘাতে গুরুতর আহত যশোরের ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে। হেলিকপ্টার যোগে বুধবার বেলা ১১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হবে। সেখানেই তার চিকিৎসা হবে।

নাজিব হাসান করোনা সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিতে কাজ করার সময় রবিবার বেপরোয়া মোটরসাইকেলের আঘাতে পায়ে গুরুতর আঘাত পান। এতে তার ডান পায়ের টিবিয়া ফিবুলা ও ডান ক্ল্যাভিকল ভেঙে যায়। পঙ্গু হাসপাতাল, যশোরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

পরে সেখানকার ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তার অগ্নাশয়ে সংক্রামণ হয়েছে এবং বিষয়টি আশঙ্কাজনক। এই পরিস্থিতিতে তার উন্নত চিকিৎসার বিষয়ে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি এলজিআরডি সচিব হেলালুদ্দিন আহমদের চেষ্টায় অসুস্থ কর্মকর্তাকে বুধবার সকালে ফরিদপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে সরাসরি সিএমএইচে আনার ব্যবস্থা করা হয়।

  • সর্বশেষ
  • আলোচিত
  • নির্বাচিত
আরও ...
অনুষ্ঠানাদি
  • কেন্দ্রীয় অনুষ্ঠানাদি
  • মাঠ প্রশাসনের অনুষ্ঠানাদি
প্রশাসন বার্তা ম্যাপ
অনুসন্ধান
প্রশাসন বার্তা আর্কাইভ
অনুসন্ধান করুন