রবিবার শাহান আরাকে বানুকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থাকে আদেশ জারি করা হয়। একই সঙ্গে তাকে সচিব পদমর্যাদার শীর্ষ পদ গ্রেড-১ এ পদোন্নতি দেয়া হয়েছে।
শাহান আরা বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব কাজী আ. খ. ম. মহিউল ইসলাম আগামী ২০ এপ্রিল অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। এজন্য তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।