মানিকগঞ্জের সাটুরিয়ায় ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুইটি ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ জোহরা উপজেলার বরাইদ ইউনিয়নের ধলেশ্বরী নদীতে এ অভিযান চালান।
ভ্রাম্যমান আদালতের বিচারক বলেন, অবৈধভাবে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করার দায়ে দুইটি ড্রেজার পুড়িয়ে দেয়া হয়েছে। সেইসঙ্গে ১৫০টি ড্রেজারের পাইপ নষ্ট করে দেয়া হয়েছে।
এছাড়া নদীতে অবৈধ ভেকু চালোনোর অভিযোগে আবদুল মজিদ নামে এক ভেকু চালককে আটক করা হয়েছে। সাটুরিয়া থানা পুলিশের সহায়তায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়।