বিশ্ব করোনা পরিস্থিতিতে দুর্বিসহ জীবন পার করছেন নিম্নআয়ের মানুষ। দেশে করোনার থাবায় বিপর্যস্ত মানুষের পাশে শুরু থেকেই রয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে পাড়া মহল্লার সামাজিক সংগঠন। শুরুর তুলনায় ত্রাণ তত্পরতা কিছুটা কমে আসলেও থেমে নেই।
আজ শনিবার ঢাকা জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হয়।
এর আগে সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর ধানমন্ডি, যাত্রাবাড়ী, ভাটারা, খিলক্ষেত, বনানী, গুলশান, খিলগাও,রামপুরা, হাতিরঝিল, কোতোয়ালি, হাতিরপুল, মগবাজার, হাজারীবাগ, ইসলামপুরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
এ সময় সাধারণ মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা মানাতে ৩৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। যেখানে নির্বাহী হাকিম ৫৮টি মামলা এবং ১ লাখ ২৪ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।
এ ছাড়াও ৩৩৩ ও মেসেজে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে রাজধানীর নবাবগঞ্জ ১৯০টি, দোহার ১৭৫টি, পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।