বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | ০২-৮৩১৭২০৯ |

কিশোরগঞ্জে পৃথক ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে জরিমানা

কিশোরগঞ্জে পৃথক ভ্রাম্যমাণ আদালতে ২০ জনকে জরিমানা
কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান

কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ জনকে মোট ১৮ হাজার ৪শ টাকা জরিমানা করেছেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।শনিবার (৯ মে) এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বি, সাগুফতা হক ও তাহমিনা সুলতানা নীলা।

শনিবার (৯ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা প্রশাসনের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এ ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশ সদস্যরা।

জেলা প্রশাসন সূত্র জানায়, শনিবার (৯ মে) দিনব্যাপী কিশোরগঞ্জ শহরের বড়বাজার, কাচারি বাজার ও পুরান থানা বাজারসহ শহরব্যাপী বাজার মনিটরিং কার্যক্রম ও পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা ও অননুমোদিত দোকান খোলা রাখার অপরাধ এবং লাইসেন্সবিহীন মোটরবাইক চালানোর দায়ে ২০টি মামলায় মোট ১৮ হাজার ৪শ টাকা জরিমানা করেন পৃথক ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

জনস্বার্থে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের এই বাজার মনিটরিং এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে বলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

  • সর্বশেষ
  • আলোচিত
  • নির্বাচিত
আরও ...
অনুষ্ঠানাদি
  • কেন্দ্রীয় অনুষ্ঠানাদি
  • মাঠ প্রশাসনের অনুষ্ঠানাদি
প্রশাসন বার্তা ম্যাপ
অনুসন্ধান
প্রশাসন বার্তা আর্কাইভ
অনুসন্ধান করুন