গত ১২ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মাধ্যমে এ পুরস্কার প্রদান করেন।
পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সুরক্ষা টিমের দলনেতা ড. আহমদ কায়কাউস; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সুরক্ষা টিমের সমন্বয়ক এন এম জিয়াউল আলম পিএএ; ঢাকার জেলা প্রশাসক ও সুরক্ষা টিমের তত্ত্বাবধায়ক মো. শহীদুল ইসলাম; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও সুরক্ষা টিমের সিস্টেম ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা মো. হারুন অর রশিদ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও সুরক্ষা টিমের সিস্টেম ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা এ এস এম হোসনে মোবারক; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও সুরক্ষা টিমের সিস্টেম ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা মো. আব্দুল্লাহ বিন ছালাম; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও সুরক্ষা টিমের সিস্টেম ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার ও সুরক্ষা টিমের সিস্টেম ডেভেলপমেন্ট বিভাগের কর্মকর্তা মো. গোলাম মাহবুব।