মঙ্গলবার, ৩০ মে ২০২৩ | ০২-৮৩১৭২০৯ |

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন "সুশাসন বাতায়ন" নিউজ পোর্টালের শুভ উদ্বোধন

বাংলাদেশের জনপ্রশাসন আপনার পাশে সর্বক্ষণ এই মুলমন্ত্রকে সামনে রেখে প্রশাসন ক্যাডারের জনসেবামূলক কর্মকান্ডের মুখপত্র অনলাইন নিউজ পোর্টাল "সুশাসন বাতায়ন" গত ১৮ ডিসেম্বর ২০২১ তারিখে উদ্বোধন করা হয়। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর সভাপতি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব কবির বিন আনোয়ার এসোসিয়েশানের বার্ষিক সাধারণ সভায় এক অনাড়নম্বর অনুষ্ঠানে এই অনলাইন নিউজ পোর্টালটির উদ্বোধন করেন।

সুশাসন বাতায়ন মুলত একটি ডাইনামিক নিউজ পোর্টাল। যার মাধ্যমে প্রতিদিন একটি করে নতুন সংবাদপত্র উপস্থাপিত হবে জনগণের মধ্যে। যার সংবাদ কেন্দ্র হতে তৃণমুল পর্যন্ত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা নিজেরা পরিবেশন করবেন। মূলত সমাজে সুশাসন প্রতিষ্ঠা, বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজে নিজের ভূমিকা উপস্থাপন, টেকসই উন্নয়নে জনগণের সেবা প্রদানসহ প্রশাসন ক্যাডারের বিভিন্ন সংবাদ এই পোর্টালে পাওয়া যাবে।

উদ্ভোধনী পর্বে এসোসিয়েশানের সভাপতি মহোদয় একটি মহতী উদ্যোগের জন্য মিডিয়া ও পাবলিক রিলেশান উপকমিটির আহবায়ক ড. মোঃ আব্দুল মান্নান, অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক বিসিসি, জনাব তোফাজ্জেল হোসেন যুগ্মসচিব সিআর জনপ্রশাসন মন্ত্রণালয়, জনাব দৌলতুজ্জামান খান, উপসচিব ও স্পেশালিস্ট এটুআই, জনাব মোহাম্মদ শামছুজ্জামান, উপসচিব ও কনসালটেন্ট এটুকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নিউজ পোর্টালটি news.basa.org.bd সাইটে ব্রাউজের মাধ্যমে যে কোন পাঠক সংবাদ পাঠ করতে পারবেন।

  • সর্বশেষ
  • আলোচিত
  • নির্বাচিত
আরও ...
অনুষ্ঠানাদি
  • কেন্দ্রীয় অনুষ্ঠানাদি
  • মাঠ প্রশাসনের অনুষ্ঠানাদি
প্রশাসন বার্তা ম্যাপ
অনুসন্ধান
প্রশাসন বার্তা আর্কাইভ
অনুসন্ধান করুন